নিজস্ব সংবাদদাতাঃ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর পরই বেরিয়ে আসছে আসল তথ্য। প্রায় ১৪ লাখ ‘ভুয়ো’ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এখন রাজ্য সরকার যে বিনা পয়সায় রেশন দেয়, তাতে প্রতি এক কেজি চাল গ্রাহককে দিতে ২৮ টাকা খরচ হয়। এখন এই ১৪ লাখ ভুয়ো রেশন কার্ড বাতিল হওয়ার এই কার্ডগুলির জন্য আর চালের খরচ বহন করতে হবে না রাজ্য সরকারকে। ফলত এতে মাসে মোট ৩ কোটি ৯২ লাখ টাকা সাশ্রয় হবে খাদ্য দফতরের।