/anm-bengali/media/post_banners/EJUVs5HT7qKU3Iy6MGEK.jpg)
নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের পাঁচখুরি তে অবস্থিত ঋষি অরবিন্দ B. Ed কলেজ এবং ঝাড়গ্রাম জেলাতে অবস্থিত কুলটিকরী B. Ed কলেজের উদ্যোগে যৌথভাবে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস পালিত হল। এই বিষয়ে দুইটি মহাবিদ্যালয়ের তরফ থেকে একটি Web Conference এর আয়োজন করা হয়েছিল। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের Centre for Online & Distance Education এর অধ্যাপিকা ড: রূমা মিত্র এবং আলোক কুমার পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ সিনহা। আলোকবাবু যোগার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ড: রুমা মিত্র সংগীতের সুর ও ভাব সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যক্ত করেন। দুই মহাবিদ্যালয়ে শারীর শিক্ষা বিভাগের অধ্যাপকদ্বয় পল্লব মান্না এবং তাজমেদ খান শিক্ষার্থীদের যোগ প্রদর্শনের মাধ্যমে উদ্বুদ্ধ করেন। এবং এই দুই কলেজের ছাত্রছাত্রী রাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঋষি অরবিন্দ B. Ed কলেজের শিক্ষিকা সহেলী বেরা খান যোগের বিভিন্ন দিক গুলিকে নৃত্যের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন ঋষি অরবিন্দ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সুলগ্না চক্রবর্তী এবং অধ্যাপক অমিত মন্ডল। পাঁচখুরি ঋষি অরবিন্দ B. Ed কলেজের সম্পাদক মিঠুন বারিক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং আজকের দিনটি বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস হওয়ার সঙ্গে বিশ্ব মানবতা দিবস ও বিশ্ব জলসম্পদ বিজ্ঞান দিবস হিসাবে সমান ভাবে পালনীয় সেটি সকলের কাছে তুলে ধরেন। এই দুটি কলেজ Covid পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইন মাধ্যমে একাধিক Webinar, Seminar, Web Conference, Workshop, এবং অনলাইনের মাধ্যমে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে চলেছেন ।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us