New Update
/anm-bengali/media/post_banners/KxCUIjkcuNSfrPQNCrmG.jpg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ পুজোর আর কয়েকটি দিন বাকি। ইতিমধ্যেই রাজ্য সরকার আজ থেকে ছুটি ঘোষণা করেছে। এদিকে আইআইটিতে কনটেক্সচুয়াল কর্মীদের মহামারীর সময়ে কাজ করিয়ে কনটেক্স বোনাস না দেওয়ার অভিযোগ তোলা হয়। আর এরই প্রতিবাদে প্রায় ৬০০ কর্মীদের নিয়ে আইআইটি মেন বিল্ডিংয়ের কাছে বিক্ষোভ দেখাল আইআইটি জয়েন্ট অ্যাকশন কমিটি । এই কমিটিতে তৃণমূল সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের লোকরাও রয়েছে । রাজ্যের অন্যতম তৃণমূল নেতা জহর পালের অভিযোগ, আইআইটি ডিরেক্টর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই এই বছর বোনাস দেওয়া যাবে না । সেইভাবে কনট্রাক্টররা তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁদের বোনাস দেওয়া হবে না আর এই অভিযোগ তুলে গেটের বাইরে বিক্ষোভ দেখাল জয়েন্ট অ্যাকশন কমিটি । বোনাস না দিলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জয়েন্ট অ্যাকশন কমিটি ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us