লখিমপুর ইস্যুতে কেন চুপ? মোদীকে প্রশ্ন সিব্বলের

author-image
Harmeet
New Update
লখিমপুর ইস্যুতে কেন চুপ? মোদীকে প্রশ্ন সিব্বলের

নিজস্ব সংবাদদাতাঃ লখিমপুর ইস্যুতে কেন চুপ? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন কপিল সিব্বল। প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল শুক্রবার লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে তাঁর কাছ থেকে কেবল "সহানুভূতির একটি শব্দ" প্রয়োজন। একটি টুইটে সিব্বল বলেছেন, "লখিমপুর খেরি হরর। মোদীজি, আপনি চুপ কেন? আমাদের আপনার কাছ থেকে সহানুভূতির একটি শব্দই দরকার। এতটা কঠিন হওয়া উচিত নয়!"