আরও ১৪ দিনের অপেক্ষা, জামিন অধরাই থেকে গেল আরিয়ানের

author-image
Harmeet
New Update
আরও ১৪ দিনের অপেক্ষা, জামিন অধরাই থেকে গেল আরিয়ানের


নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখ-পুত্র আরিয়ান খান। এনসিবি হেফাজতে নয় আরিয়ান- সহ সাত অভিযুক্তকে পাঠানো হল বিচারবিভাগীয় হেফাজতে। এ দিন সব পক্ষের সওয়াল জবাবের পর এমনটাই রায় দিয়েছেন প্রধান বিচারক। তিনি বলেন, “সুনির্দিষ্ট কারণ ছাড়া এনসিবির অভিযুক্তদের নিজেদের রিম্যান্ডে রাখা আদপে স্বাধীনতা লঙ্ঘনের উপযুক্ত ভিত্তি।” ইতিমধ্যেই আরিয়ানের হয়ে তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন।