New Update
/anm-bengali/media/post_banners/brIGeMB2TKWXZ76C1LLb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার সলমন বাট। সাম্প্রতিক কালে ফের একবার তার করা মন্তব্য, তাকে নিয়ে এল সংবাদের শিরোনামে। বাটের অভিমত সারা বিশ্বের কোনো টি-২০ লিগ আইপিএলের ধারে কাছেও আসতে পারবে না। তার অন্যতম প্রধান কারণ যে পরিমাণ অর্থ এখানে ঢালা হয় তা বিশ্বের অন্য কোথাও হয়না। তবে তার দৃঢ় বিশ্বাস চিন যদি ক্রিকেট খেলতে শুরু করে তবে ভারতের এই ক্রিকেটীয় বাজরকে তারা লড়াই দেওয়ার ক্ষমতা রাখে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us