old_সর্বশেষ খবর না জেনে মন্তব্য করছেন, লখিমপুর নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা কুণালের Harmeet 06 Oct 2021 16:41 IST Follow UsNew Update​নিজস্ব সংবাদদাতাঃ লখিমপুরে ঢুকতে সব দলকে তো বাধা দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস ও ভিম পার্টি তো লখিমপুরে ঢুকতে পেরেছে। বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এ ব্যাপারে তাঁর মন্তব্যের সমালোচনা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন,না জেনে কথা বলছেন রাহুল। লখিমপুর পৌঁছতে যথেষ্ঠা বেগ পেতে হয়েছে তৃণমূল সাংসদদের। রাহুলকে পার্ট টাইম পলিটিশিয়ান বলেও কটাক্ষ করেছেন তিনি। rahul gandhi uttarpradesh Lakhimpur Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন