রেডিওতে মহালয়া শুনলেন ঘাটালের বানভাসি মানুষ

author-image
Harmeet
New Update
রেডিওতে মহালয়া শুনলেন ঘাটালের বানভাসি মানুষ

 দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ বন্যায় ভাসছে ঘাটালের বিস্তীর্ন এলাকা,অনেক জায়গায় নেই বিদ্যুৎ সংযোগ থেকে কেবল পরিষেবা।মহালয়ার ভোরে রেডিওতেই মহালয়া শুনলেন ঘাটালের বানভাসি মানুষ।বুধবার ভোরে নৌকায় চড়ে রেডিওতে মহালয়া শুনতে দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের জলবন্দি এলাকার মানুষদের।বানভাসি এলাকার বাসিন্দাদের এবারের মহালয়া শোনার জন্য একমাত্র উপায় সেই মান্দাতা আমলের রেডিও।মহালয়ার ভোরে ঘাটাল শহরের আড়গড়া চাতালে নৌকায় বসেই রেডিওর নব ঘুরিয়ে মহালয়া শুনলেন অনেকেই।কারণ এখনও ঘাটাল পৌরসভা ও ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১২ টি এবং ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের ১০ টি জলমগ্ন।আগের তুলনায় নদীর জলস্তর কিছুটা কমেছে,প্লাবিত এলাকা থেকে জল ধীরগতিতে কমছে কিন্তু এবারের পুজোর আগে পরিস্থিতি সম্পুর্ন স্বাভাবিক হবে কিনা ধন্দে বানভাসি মানুষ।প্লাবিত এলাকাগুলির অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই।তার জেরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগে মহালয়ার ভোরে নৌকায় চড়ে রেডিওতেই কান পাততে হল ঘাটালের বানভাসি মানুষদের।বানভাসি এলাকার বাসিন্দাদের কথায়,পুজো কেনো মহালয়াটাই ভুলে গিয়েছি,খুব কষ্টে দিনকাটছে তাদের জল কবে কমবে আর কবেই পরিস্থিতি স্বাভাবিক হবে তার দিকেই তাকিয়ে তারা।