কোচবিহারে বোস বাড়ির পুজো

author-image
Harmeet
New Update
কোচবিহারে বোস বাড়ির পুজো

দেবাশিস বিশ্বাস,কোচবিহারঃ সেরকম প্রচার হয়নি কখনোই, কিন্তু বিগত কুড়ি বছর থেকে নিজে হাতে প্রতিমা গরে পুজো করে আসছে পরিবারের ছেলে সিদ্ধার্থ বসু। ছোটবেলায় খেলার ছলে কাপড় দিয়ে মায়ের মূর্তি করেছিল সিদ্ধার্থ, তার এই ছেলে খেলা কে পুজোয় রূপ দিয়েছেন তার বাবা, চিনময় বোস। কুচবিহারের অন্যতম প্রসিদ্ধ ব্যবসায়ী পরিবার এই বোস পরিবার। বোস স্টুডিওর নাম প্রবীণ কোচবিহার বাসিরা সকলেই জানেন। সেই পরিবারের পুজো কোনদিনই মানুষের সামনে আসেনি। সিদ্ধার্থ বসু বলেন, তিনি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তেন সেই সময় থেকেই পুজো করে আসছেন। কোন পুরুহিতের দরকার হয়না পুজোয়। বই পড়ে, বই কিনে শিখে তিনি নিজেই পুজো করেন। বাবা-ছেলের মিলিত প্রয়াস বোস বাড়ির পুজো কে এক অন্য মাত্রা দিয়েছে। মায়ের মূর্তি কেউ কিছুটা আদলে পরিবর্তন রয়েছে। এখানে কোচবিহারের বড় দেবীর আদলে মা চণ্ডীর বাহন ঘোড়া রূপি সিংহ কে দেখা যায়। পুরাতন ধাঁচে তৈরি এই মূর্তি ছোটখাটো হলেও নজর কাড়তে সক্ষম। বিশেষ কোনো নিয়ম নেই, খুব সাধারণ ভাবেই মাতৃ আরাধনা ব্রতী হয় গোটা পরিবার। কুড়ি বছর আগে শুরু হওয়া ছেলের এই পাগলামো আজ পরিবারের অন্যতম গর্ব হয়ে উঠেছে।