দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ ৬ বছর হোমে বন্দী থাকার পর মহালয়ার পূর্ন লগ্নে বাড়ী যাওয়ার জন্য ছাড় পেলো এক কিশোর। ৬ বছর আগে বাংলাদেশী পরিচয় দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানায় আটক হয়েছিল। তারপর তার স্থান হয় ডেবরা জুভেনাইল হোমে। অবশেষে সমস্ত তদন্ত করার পর যানা গেলো ওই কিশোর ভারতীয়।বাড়ী উত্তর ২৪ পরগনা জেলার হাসানাবাদ থানার দক্ষিন ভেবিয়া এলাকার বাসিন্দা।আজ অর্থাৎ বুধবার মহালয়ার লগ্নে সকাল ৯ টা নাগাদ নাগাদ তাকে তার বাড়ী পাঠিয়ে দেওয়া হোলো।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পুলিশ গাড়ী করে তার বাড়ীতে মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান হোক কর্তিপক্ষ।অপরদিকে ৬ বছর বন্দী থাকার পর বাড়ী যেতে পেরে অনেকটাই খুশি ওই কিশোর। আজ তাকে হোমের পক্ষ থেকে পূজোর নতুন জামা ও টফিন করিয়ে বাড়ীর উদ্দেশ্যে পাঠানো হয়।