New Update
/anm-bengali/media/post_banners/79QTKSK4Pn1wIu5Z3jQ5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। অতিমারির ভয় যতই থাকুক না কেন বাঙালির আনন্দে ভাঁটা পড়া খুব মুশকিল। পুজোর প্রস্তুতির কথা বললেই চলে আসে গড়িয়াহাটের কথা। অতিমারির সময়ে অনলাইনে যতই শপিং হোক না কেন গড়িয়াহাটের কেনা-বেচা কিন্তু তুঙ্গে। কোভিড বিধি-কে উপেক্ষা করেই মহালয়ার আগেরদিনের কেনা কাটা চলল জমিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us