আসানসোলের ধেনুয়া গ্রামে দুর্গাপুজো

author-image
Harmeet
New Update
আসানসোলের ধেনুয়া গ্রামে দুর্গাপুজো

রাহুল পাসোয়ান,আসানসোলঃ পুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।কিন্তু তার আগেই আসানসোলের রিভারসাইডের ধেনুয়া গ্রামে এক দিনের দুর্গাপুজো অনুষ্ঠিত হলো।বুধবার মহালয়ার দিনে কালি কৃষ্ণ যোগাশ্রমে এই একদিনের দুর্গাপুজো হয়েছে।এদিন নিয়মরীতি মেনেই দুর্গাপুজো করা হয়েছে।জানা গিয়েছে ১৩০ বছর আগে এই আশ্রমের প্রতিষ্ঠাতা কালি কৃষ্ণ ঠাকুর স্বরসতী মহারাজ স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন।সেই থেকেই মহালয়ার দিনে এই পুজো হয়।এই পুজোর বৈশিষ্ট্য হল মা দুর্গার সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষী, স্বরসতী ও ওসুর থাকে না।এখানে মা দুর্গার দুই সখী জয়া ও বিজয়া থাকে।আর এক দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়।এদিন ধুমধাম সহকারে একদিনের দুর্গাপুজো করা হয়েছে।নিয়মরীতি মেনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো করা হয়।এই এক দিনের দুর্গাপুজো দেখতে এই আশ্রমে বহু মানুষের সমাগমও হয়েছিলো।সব মিলিয়ে পুজোর আগেই ধেনুয়া গ্রামে দুর্গাপুজো হয়ে গেল।
পুরোহিত।