উত্তরপ্রদেশটা কী পাকিস্তানে ? প্রশ্ন তুলল শিবসেনা

author-image
Harmeet
New Update
উত্তরপ্রদেশটা কী পাকিস্তানে ? প্রশ্ন তুলল শিবসেনা

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশটা কী পাকিস্তানের মধ্যে? লখিমপুর ইস্যুতে এবার ময়দানে নামল শিবসেনা। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছেন যে উত্তরপ্রদেশ কী পাকিস্তান হয়ে গেল? কারণ ভারতীয়দের রাজ্যে প্রবেশ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন যে, "প্রশাসন লখিমপুর খেরিতে ১৪৪ ধারা আরোপ করছে কিন্তু লখনউতে বিরোধী নেতাদের আটক করছে। এটা কি ধরনের আইন? ইউপি কি পাকিস্তানে আছে যেখানে ভারতীয়দের যেতে বাধা দেওয়া হচ্ছে? এটা কি নতুন লকডাউন?"