New Update
/anm-bengali/media/post_banners/Hins9EYQelsI1THbEfKw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লখিমপুর পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন এই প্রতিনিধি দল। অন্যদিকে তিনদিনের জন্য লখনউ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি লখিমপুরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেননি। আর এই নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করল তৃণমূল। দলের বক্তব্য, ' প্রধানমন্ত্রী লখনউতে এসেও কেন লখিমপুর গেলেন না?'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us