​নিজস্ব সংবাদদাতাঃ এক দিকে আফগানিস্তান। অন্য দিকে ইরান। আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর খেলার দুনিয়া থেকে মেয়েদের মুছে ফেলার ফতোয়া জারি করা হয়েছে সারা দেশে। যে কারণে মহিলা অ্যাথলিটরা দেশ ছেড়ে পাকিস্তান চলে গিয়েছেন। অনেকে আবার পর্তুগালে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। পর্দার পিছনে মেয়েদের রেখে দেওয়ার প্রাচীনপন্থা আবার ফিরে এসেছে যখন আফগানিস্তানে, তখন ইরান অন্য ভাবনার ছাপ রাখার চেষ্টা করল। ফুটবল স্টেডিয়ামে মহিলা দর্শকদের ঢোকার অনুমতি দিল সরকার।