নিজস্ব সংবাদদাতাঃ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েকটা দিন। কিন্তু এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী শেহনাজ গিল। তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। পরিবার আগলে রেখেছেন তাঁকে। কিন্তু এ ভাবে বেশিদিন চলতে থাকলে শেহনাজ নিজে অসুস্থ হয়ে পড়বেন। তাই তাঁকে দ্রুত কাজে ফেরানোর চেষ্টা করছেন তাঁর পরিবার ও বন্ধুরা। শেহনাজ নিজেও এ বার শুটিং ফ্লোরে ফিরতে চাইছেন বলে খবর।