শিক্ষা ব্যবস্থাই পালটে ফেলতে চায় তালিবান

author-image
Harmeet
New Update
শিক্ষা ব্যবস্থাই পালটে ফেলতে চায় তালিবান

​নিজস্ব সংবাদদাতাঃ 

 ২০ বছর আগে তালিবানকে (Taliban) আফগানিস্তানের (Afghanistan) মসনদ থেকে বিতাড়িত করা হয়েছিল। বহু চেষ্টা সত্ত্বেও তারা প্রবেশ করতে পারেনি। এবার ফের ক্ষমতার অলিন্দে ফিরেছে সেই তালিবান। আফগানিস্তানের খোলনলচে এবার বদলে ফেলতে চাইছে তারা। এত দিন ধরে যে শিক্ষা (Education) দেওয়া হয়েছে আফগানদের, তার একেবারে পছন্দ নয় তালিবদের। তাদের দাবি, এই ২০ বছরে আরা স্নাতক (Graduates) হয়েছেন তাঁদের ডিগ্রির কোনও মূল্যই নাকি নেই। কাবুল ইউভার্সিটিতে এক বৈঠকে যোগ দিয়ে এমনটাই বলেছেন তালিবানের শিক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলানো আব্দুল বাকি হাক্কানি (Abdul Baqi Haqqani)।

সম্প্রতি কাবুল ইউভার্সিটির লেকচারারদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন এই আব্দুল বাকি হাক্কানি। সেখানে তিনি বলেন, ‘গত বছর ধরে যাঁরা গ্র্যাজুয়েট হয়েছেন, তাঁদের ডিগ্রির কোনও মূল্য নেই'। অর্থাৎ ২০০০ সাল থেকে ২০২০ পর্যন্ত তালিবান মুক্ত আফগানিস্তানে যে পঠন-পাঠন হয়েছে, তাতে আমল দিতে রাজি নয় তালিবান।