Covaxin এ মিলতে পারে ছাড়পত্র, বৈঠকে বসছে WHO

author-image
Harmeet
New Update
Covaxin এ মিলতে পারে ছাড়পত্র, বৈঠকে বসছে WHO

​নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাকসিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র পায়নি। আর সেই ছাড়পত্র না মিললে কোভ্যাকসিন (Covaxin) টিকা নিয়ে অন্যান্য দেশে যেতে অসুবিধায় পড়তে হচ্ছে ভারতীয়দের। হু-র কাছে আগেই আবেদন করা হয়েছে। রিভিউ হওয়ার পর তবেই ছাড়পত্র দেওয়ার কথা। আজ, মঙ্গলবারের বৈঠকে ভারতের সেই ভ্যাকসিন (Vaccine) নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।