​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার রাতে অ্যানফিল্ডে হইহই কাণ্ড। লিভারপুল-ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ ঘিরে উত্তাপ পৌঁছল চরমে। টানটান উত্তেজনা ম্যাচে। মাঠে খেলা শেষ হল ২-২ গোলে। হাইটেনশন ম্যাচে মাঠের বাইরেও ঘটনা অপ্রীতিকর ঘটনা। চতুর্থ রেফারির উপর মেজাজ দেখিয়ে হলুদ কার্ড দেখলেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা।দর্শকাসন থেকেই ম্যান সিটির এক কোচিং স্টাফের গায়ে থুতু ছেঁটানো হয়। যা নিয়ে ম্যাচের পরও চলল উত্তেজনা। অ্যানফিল্ডে মেগা ম্যাচ দেখতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম। ম্যাচের পর লিভারপুলের কাছে এ নিয়ে অভিযোগও দায়ের করে ম্যাঞ্চেস্টার সিটি। ঘটনাটাকে ভালো ভাবে নেয়নি লিভারপুল। ম্যান সিটির অভিযোগ গ্রহণ করে লিভারপুল। পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।