আফগানিস্তানের সমস্যায় হস্তক্ষেপ করতে চায় ইউরোপীয়ান ইউনিয়ন

author-image
Harmeet
New Update
আফগানিস্তানের সমস্যায় হস্তক্ষেপ করতে চায় ইউরোপীয়ান ইউনিয়ন

​নিজস্ব সংবাদদাতাঃ কাবুলের (Kabul) মসনদে তালিবান বসার পর প্রায় এক মাসের বেশি সময় অতিক্রান্ত। এবার আফগানিস্তান (Afghanistan) ইস্যুতে পদক্ষেপ করার পক্ষে সওয়াল করলো ইউরোপিয়ান ইউনিয়ন (European Union)। রবিবার, ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশী নীতি নির্ধারক প্রধান জোশেপ বোরেল (Josep Borrell) জানিয়েছেন দিন দিন আফগানিস্তানে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। নিজের লেখা একটি ব্লগে জোশেপ বলেন “আফগানিস্তান গুরুতর এক মানবিক সংকটের মুখোমুখি। সেদেশের আর্থ সামাজিক অবস্থাও অবক্ষয়ের পথে। এই অবনতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাধারণ আফগান জনগণের জন্য ভয়াবহ।”