নিজস্ব সংবাদদাতাঃ করোনা মহামারী মানুষকে ভীষণভাবে বুঝিয়ে দিয়েছে বিমার গুরুত্ব কী। এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিমা ভীষণই জরুরী বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোদি সরকারের দুটি স্কিম, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় (PMJJBY) যুক্ত হয়ে ৪ লাখ টাকা পর্যন্ত বিমা করানো যেতে পারে। এর জন্য মাত্র ৩৪২ টাকা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে এই দুই স্কিমের ব্যাপারে জানিয়েছে। এসবিআইয়ের ট্যুইটে বলা হয়েছে, 'নিজের প্রয়োজন মতো বিমা করান আর চিন্তামুক্ত জীবন বাঁচুন'।