নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের ফ্যাশন আইকন নোরা ফাতেহি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেছে যে তিনি সার্টোরিয়াল ফ্যাশনের দুনিয়ায় এক কথায় ইতি ফেলে দিয়েছেন। ছবিগুলিতে ডিভা একটি হলুদ র্যাপ ড্রেস পরেছিলেন। ড্রেসের সামনের দিকে একটা কাটআউটও ছিল। ইতিমধ্যেই নোরার এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তবে সবথেকে বড় বিষয় হল নোরা যে পোশাক পরেছেন তার দাম। ড্রেসটি আন্তর্জাতিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘মায়সন ডি’এঞ্জেলঅ্যান’-এর থেকে নেওয়া। ড্রেসটির মূল্য প্রায় ৪০,৫৭৫ টাকা।