Ingenuity এর উড়ানে বিলম্ব, কারণ জানলে অবাক হবেন?

author-image
Harmeet
New Update
Ingenuity এর উড়ানে বিলম্ব, কারণ জানলে অবাক হবেন?

​নিজস্ব সংবাদদাতাঃ ১৪ তম উড়ানের আগে কয়েকদিন বিশ্রাম নিয়েছে মঙ্গলগ্রহে নাসার পাঠানো হেলিকপ্টার Ingenuity। জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর একটি সংক্ষিপ্ত ঘূর্ণায়মান অনুশীলন হওয়ার কথা ছিল রোটরক্রাফটের। এটি একটি অপ্রতিরোধ্য উড়ান হওয়ার কথা ছিল। কারণ নাসার মার্স হেলিকপ্টার Ingenuity সিদ্ধান্ত নিয়েছিল যে সেটি উড়বে না। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল মার্স হেলিকপ্টার? জানা গিয়েছে, বেশ কিছু অনিয়ম দেখা গিয়েছিল এই হেলিকপ্টারে। প্রসঙ্গত উল্লেখ্য, Ingenuity হেলিকপ্টারের two flight-control servo motors- এর মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। ১৪তম উড়ানের আগে একবার প্রি-ফ্লাইট চেকিং চলছিল এই হেলিকপ্টারের। সেইসময় প্রি-ফ্লাইটের সময়েই গন্ডগোল নজরে আসে। বিজ্ঞানীরা বলছেন, মার্স হেলিকপ্টার Ingenuity- র ১৪তম উড়ান পিছিয়ে যাওয়ায় একদিকে ভালই হয়েছে।