নিজস্ব সংবাদদাতাঃ বরাবরই কোনও না কোনও কারণে খবরের শিরনামে থাকেন দেবলীনা কুমার। টলিউডের সাহসী অভিনেত্রী তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ গৌরব ঘরণী। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দেবলীনা। হলুদ শাড়ি পরে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। তবে ছবিতে তাঁর পিঠের অনেকটা অংশই উন্মুক্ত ছিল। আর সেই খোলা পিঠে স্পষ্ট অসংখ্য দাগ। যা নজর এড়াতে পারেনি নেটাগরিকদের। একজন অভিনেত্রীর এই ছবিতে কমেন্ট করেন 'শরীরে এত দাগ কেন'? নেটাগরিকের এই প্রশ্নে মজার উত্তর দিলেন দেবলীনা। তিনি লেখেন 'মা মেরেছে'।