বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

author-image
Harmeet
New Update
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

নিজস্ব সংবাদদাতাঃ  ৪ অক্টোবর অর্থাৎ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। রবিবার এ কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ দিন সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পশ্চিম বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল। যা ধীরে ধীরে মধ্য বিহারের দিকে সরতে শুরু করেছে। এই নিম্নচাপের জেরেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। প্রচণ্ড বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি)-র সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে।