এবার 'সেবা'য় স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন

author-image
Harmeet
New Update
এবার 'সেবা'য় স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন



নিজস্ব সংবাদদাতাঃ ৫১তম বর্ষে পদার্পণ করল স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন -এর পুজো। এবারের পুজোয় এই ক্লাবের মূল থিম হল 'সেবা'। তবে এবারে হাইকোর্ট নির্দেশ করে যে, এবারে দর্শকদের মণ্ডপের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই ক্লাবের একজন সদস্য জানান যে, "আমাদের পুজো একেবারে রাস্তার উপর হয় যেখানে মানুষের ভীড় হওয়ার কোনো সুযোগই নেই। মানুষ যাওয়ার আসার পথে, গাড়ি থেকেই প্রতিমা দর্শন করতে পারবেন। আর আমাদের মণ্ডপে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজারও থাকবে।"