রাহুল পাশোয়ান, আসানসোলঃ প্রবল বর্ষণে প্লাবিত হয়েছিল আসানসোল এর বেশ কিছু এলাকা তার মধ্যে আসানসোলের দক্ষিণ বিধান সভার অন্তর্গত কালীপাহাড়ি এজেন্ট অফিস কলোনির বাসিন্দাদের অসহায় অবস্থা। প্ৰবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ওই এলাকার বসবাসকারী বাসিন্দাদের বাড়িঘর থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, সাথে নেই পানীয় জলের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী। আজ কে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল ওই এলাকা পরিদর্শনে যান এবং۔ তারপর ওই এলাকায় বসবাসকারী মানুষরা তাকে দেখে তাদের অসুবিধার কথা জানান। এবং۔ এই বিষয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পল এলাকা পরিদর্শনের পর আশ্বাস দেন ওই এলাকার বাসিন্দাদের। এবং আরো বলেন যে দিদিমনির দেখার তো সময় ছিলনা কারণ ১০বছর দেখেনি তাকে তো মুখ্যমন্ত্রী হতে হবে। আমরা বিরোধী দল তাই রাজ্যসরকার কোনো সাহায্য পাঠায়নি তাই এই বিষয় টি নিয়ে আমি আর্জি জানাবো কারণ আমাদের হাতে নেই এই সব রাজ্যসরকারের কর্তব্য।