New Update
/anm-bengali/media/post_banners/CKFZmHhkmRrWVODzPYqs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাঙালির চিরকালীন পছন্দের তালিকায় থাকা সবচেয়ে ওপরের দিকের দিঘা, পুরী, দার্জিলিং। কিন্তু করোনার আবহে সেই জায়গাগুলিওতে যেন যাওয়াই হয়ে উঠছে না। তবে দার্জিলিং এ ঘুরতে যাওয়ার ইচ্ছে পূরণ হবে এবছর কবিরাজ বাগানের মণ্ডপ দেখতে এলে। দার্জিলিং এ যা কিছু থাকে, সেই সমস্ত কিছুরই অনুভব পাওয়া যাবে এখানে এলে। এই দার্জিলিং এর মণ্ডপে খাদের ধারের রেলিং থেকে শুরু করে টয়ট্রেন, এছাড়াও সবুজ পাহাড় ও তার মধ্যে বরফের ছোঁয়া থাকছে। আর উপরি পাওনা হিসেবে থাকছে দার্জিলিং এর আবহাওয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us