New Update
/anm-bengali/media/post_banners/N7T4DF8sEW8RehIkH1Ep.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ডেবরার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীরের সামনেই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হলো সেচ দপ্তরের আধিকারিকদের। রাত্রী ৮.৩০টা নাগাদ ডেবরার শালডহরী এলাকার কাঁসাই নদী পরিদর্শন করতে আসেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর।আর সেই খানেই মন্ত্রীকে নালিশ জানান এলাকাবাসী। তাদের অভিযোগ নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। কিন্তু সেচ দপ্তরের আধিকারিকরা সেই ভাবে কোনো গুরুত্ব দিয়ে কাজ করছেন না। শালডহরী থেকে চকমানু পর্যন্ত বহু জায়গায় ধস রয়েছে। সেগুলো সম্পূর্ন রূপে সারানো হয়নি। তাই এদিন এলাকার বিধায়ককে কাছে পেয়ে,বিধায়কের সামনেই ক্ষোভ প্রকাশ করলো এলাকাবাসী। যদিও মন্ত্রী জানিয়েছেন সেচ দপ্তর ও আমরা সজাগ আছি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us