এলএসি-তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালেন এম এম নারভানে

author-image
Harmeet
New Update
এলএসি-তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালেন এম এম  নারভানে

 নিজস্ব সংবাদদাতাঃ গতকাল দু'দিনের সফরে লাদাখ পৌঁছেছেন ভারতের সেনাপ্রধান এমএম নারভানে। শুক্রবারই তিনি পূর্ব লাদাখের ফরোয়ার্ড এলাকা পরিদর্শন করেছেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি সেনা জওয়ানদের সঙ্গে কথাও বলেন তিনি। এদিন এক সাক্ষাতকারে সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে বলেছেন, ‍'চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) অপর পাশে যথেষ্ট পরিকাঠামো তৈরি করেছে কিন্তু আমরা আশ্বস্ত করেছি যে ভারতীয় বাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।