নিজস্ব সংবাদদাতাঃ দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে জলমগ্ন আরামবাগ পুরসভার বিস্তীর্ণ এলাকা। আরামবাগে প্রায় ৫ হাজার কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। ২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে দাবি প্রশাসন সূত্রে। জলমগ্ন গোঘাটের একাধিক গ্রামও। দিগরা এলাকায় দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে জল ঢুকেছে। খানাকুল, জাঙ্গিপাড়াতেও ঢুকেছে জল।