পিকনিক করাকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়া

author-image
Harmeet
New Update
পিকনিক করাকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়া

প্রসেনজিৎ অধিকারী, হাওড়াঃ ফিস্ট করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকড়া পশ্চিম পাড়ায়। দু'পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল এর জেরে করা হলো বোমাবাজি, চলল ইট ও টালির বৃষ্টি। ইট ও টালির আঘাতে মাথা ফেটেছে কয়েকজনের। ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  রবিবার রাতে ডোমজুড় থানার বাঁকড়া পশ্চিমপাড়ার কিছু যুবক বনভোজনের আয়োজন করে। সেখানেই স্থানীয় কয়েকজন যুবক বোমাবাজি করে বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত যুবকদের বাড়িতে সেই অভিযোগ জানালে, ক্ষিপ্ত ওই যুবকরা স্থানীয় একটি ক্লাবের থেকে আরো কিছু যুবকদের সঙ্গে এসে দফায় দফায় ইট ও টালি ছোঁড়া শুরু করে। তার আঘাতে ৫ জনের মাথা ফেটে যায়। সেইসঙ্গে  আরো কয়েকজনের আঘাত লাগে। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে পুলিশ। যদিও এই কোভিড পরিস্থিতিতে কিভাবে বনভোজনের মত একটি অনুষ্ঠানে জমায়েত হওয়া কতটা স্বাস্থ্য সম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm