/anm-bengali/media/post_banners/rZpzaeAWmB3VTfJqRxMX.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ ভিন্ন দল ভেঙে তৃণমূলে যোগদানে ইচ্ছুক নেতা কর্মীদের তালিকা এবং তাদের পোর্টফোলিও করে কলকাতা থেকে জেলা নেতৃত্বের কাছে পৌঁছানোর পরই দলে স্থান দেওয়ার সিদ্ধান্ত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের । শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দার্জিলিং জেলার তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। ২১-এর বিধানসভা নির্বাচনে ব্যাপক ভাবে জয়লাভের পর একদিকে যেমন বাম, কংগ্রেস, বিজেপি'র নেতা, কর্মীদের মনোবল চুরমার হয়ে গিয়েছে। অন্যদিকে সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে আরও বড়ো ও সমৃদ্ধ করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। যদিও উত্তরবঙ্গে তেমন একটা আশাপ্রদ ফলাফল করতে পারেনি তৃণমূল, তারপরেও ইতিমধ্যেই প্রচুর ভিন্ন দলের নেতা কর্মীরা তৃণমূলে যোগ দিয়ে ফেলেছেন। এখনও দল ভাঙা অনেকেই তৃণমূলে যোগ দিতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান জেলার সভানেত্রী। আর সেই সংখ্যাটা দশ হাজারের ওপর। এই অবস্থায় শিলিগুড়ির বিভিন্ন ব্লক, পঞ্চায়েত, গ্রাম, অঞ্চল থেকে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিতে চাওয়া ইচ্ছুক নেতা, কর্মী, সমর্থকদের বাছাইয়ের পরই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। সেইমত সেইসব নেতা, কর্মীদের নামের তালিকা কলকাতায় যাচাই করতে পাঠিয়েও দিয়েছে জেলা নেতৃত্ব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us