New Update
/anm-bengali/media/post_banners/3m72wapfS6lPbu3SQ2zR.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটালের মনসুকা চড়কতলা এলাকায় নদী গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দুইতলা পাকা বাড়ি। বাড়ির মালিকের নাম রতন মন্ডল। জানা যায়,ওই বাড়ির সাথে রয়েছে একাধিক দোকান বাড়ি। এদিন সকালের পর ঝুমি নদীর জল উপচে রাস্তায় ঢুকে পড়ে আর তখনই জলে তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই পাকা বাড়িটি। যদিও সেসময় বাড়ির ভিতর কেউ ছিলনা তাই বড়সড় প্রানহানীর ঘটনা এড়ানো গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us