সমস্ত মানুষের অবশ্যই কোভিড ভ্যাকসিনের ডাবল ডোজ থাকতে হবে: বলরাম ভার্গব

author-image
Harmeet
New Update
সমস্ত মানুষের অবশ্যই কোভিড ভ্যাকসিনের ডাবল ডোজ থাকতে হবে: বলরাম ভার্গব

নিজস্ব সংবাদদাতাঃ   ভারতে এখনই বুস্টার ডোজ নিয়ে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়ে দিলেন আইসিএমআরের  প্রধান বলরাম ভার্গব। তাঁর কথায়, গবেষণায় দেখা গিয়েছে প্রতিষেধক নেওয়ার পরে শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এক বছরের কাছাকাছি সক্রিয় থাকছে। তাই এই মুহূর্তে বুস্টার ডোজ়ের পরিবর্তে লক্ষ্য হওয়া উচিত সকলকে দুডোজ় প্রতিষেধকের আওতায় নিয়ে আসা।