নিজস্ব সংবাদদাতাঃ জিএসটি-এর আওতায় আনা হতে পারে জ্বালানি তেলকে। এই ফলে কমে যাবে পেট্রোল ডিজেলের দাম।
আগামী শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যায়। জ্বালানি তেলের ওপর ৩২% কেন্দ্র ও ২৩% কর নেয় রাজ্য। জিএসটি-এর আওতায় এলে কমতে পারে জ্বালানি তেলের দাম।