ভোট শেষে আত্মবিশ্বাসী বিজেপি

author-image
Harmeet
New Update
ভোট শেষে আত্মবিশ্বাসী বিজেপি

​নিজস্ব সংবাদদাতাঃ ইংরাজির ‘বি’ দিয়ে ভবানীপুর, আবার ‘বি’ দিয়ে ভারত। পশ্চিমবঙ্গের ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুরে বিধানসভা উপনির্বাচন উপলক্ষে এমনই প্রচার করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এই নির্বাচনকে দিল্লি জয়ের ভোট বলেও তুলনা করা হয়েছিল। কিন্তু গোটা দিন ভোট শেষে যে শতাংশ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন, তাতে তৃণমূলের উচ্ছসিত হওয়ার কোনও কারণ দেখছে না বিজেপি। ভবানীপুরের ভোট মিটে যাওয়ার পর এক সাংবাদিক বৈঠক করে বিজেপি রাজ্য সহ-সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ভবানীপুরের মানুষ ভাবিত নন, সেটা আজকের ভোটদানের হারেই সাফ হয়ে গিয়েছে। একই সঙ্গে জয়ের বিষয়েও বিজেপি আত্মবিশ্বাসী বলে দাবি করেন শমীকবাবু।