বৃদ্ধিতে ঘাটতির আশঙ্কা চিনের

author-image
Harmeet
New Update
বৃদ্ধিতে ঘাটতির আশঙ্কা চিনের

​নিজস্ব সংবাদদাতাঃ 

এবার লোডশেডিংয়ে বিপর্যস্ত চিন (Frequent Power Cut in China)। দক্ষিণের বিভিন্ন ফ্যাক্টরিতে ক্রিস্টমাসের (Christmas) বিভিন্ন পণ্য উৎপাদনের বিশ্বব্যাপি চাহিদা মেটানোর জন্য বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হওয়ার কারণে পুরো চিন জুড়ে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত চিনে এর ফলে বৃদ্ধিতে ঘাটতি দেখা দিতে পারে।

জানা গিয়েছে চিনে আর্থিক বৃদ্ধির (financial growth) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৬০ শতাংশ প্রতিষ্ঠানে বিদ্যুতের জোগান কয়লা (coal) থেকেই আসে। কয়লার অত্যাধিক চড়া দাম, দেশে উৎপাদিত বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সমস্যার ফলেই বিদ্যুতের জোগানে এই ঘাটতি দেখা দিয়েছে। বিগত কয়েকমাসে প্রায় বারোটির বেশি প্রদেশ ও অঞ্চলে বিদ্যুত ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে চিনা সরকার।