কৃষি জমিতে গন্ডার

author-image
Harmeet
New Update
কৃষি জমিতে গন্ডার

 সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ জঙ্গলের পাশে কৃষি জমিতে সাতসকালে দেখা গেল গন্ডার।  আর সেই গন্ডার দেখতে মানুষের উপচে পড়ে ভীড়। বৃহস্পতিবার এদিন সকালে সেই গন্ডারটি জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের পানঝোরা জঙ্গলের ধারে কৃষি জমিতে চলে আসে। সেই গন্ডারটি দেখতে প্রচুর মানুষের ভিড় হয়।জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই গন্ডারটি চাপরামারী, পানঝোরা, গরুমারা জঙ্গলে ঘোরাফেরা করে। মাঝেমধ্যে চাপরামারী নজর মিনার এলাকায় দেখা যায়। ফলে পর্যটকরা বেশ উপভোগ করে। গত কয়েকদিন ধরেই গন্ডারটি ওই কৃষি জমি এলাকায় ঘোরাফেরা করছে। বনবিভাগ সূত্রে জানাগিয়েছে , অনেক  সময়ই সেটি পানঝোরা জঙ্গল সংলগ্ন মূর্তি নদীর ধারে চলে আসে। তবে, গন্ডারটির ওপর সর্বদা নজর রাখে বনকর্মীরা।