জলপাইগুড়ি চানাডিপা গ্রাম থেকে উদ্ধার হল চোরাই কাঠ

author-image
Harmeet
New Update
জলপাইগুড়ি চানাডিপা গ্রাম থেকে উদ্ধার হল চোরাই কাঠ

  সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের বনদপ্তর অভিযান চালিয়ে বনাঞ্চল লাগোয়া চানাডিপা গ্রাম থেকে উদ্ধার করলো বিপুল পরিমাণ চোরাই কাঠ।বৃহস্পতিবার সকাল থেকে চানাডিপা গ্রামে অভিযান চালায় মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। এই অভিযানে বানারহাট থানার পুলিশ বনদপ্তরকে সাহায্য করে। বনদপ্তর সূত্রে খবর, মোরাঘাট রেঞ্জের বনাধিকারিকরা দীর্ঘ কয়েকদিন ধরে এলাকা থেকে তথ্য  সংগ্রহ করে এদিন অভিযানে নামে। চানাডিপা এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে অভিযান চালায় বনকর্মীরা। এই অভিযানে নেতৃত্ব দেন মোরাঘাট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসিএফ বিপাশা পাড়ুল ও মোরাঘাট রেঞ্জ অফিসার রাজ কুমার পাল।এদিনের অভিযানে প্রায় একশো সিএফটি চোরাই শালকাঠ ও সেগুন কাঠ উদ্ধার করে বনদপ্তর। এর সঙ্গে প্রচুর আসবাবপত্রও উদ্ধার করা হয়। উদ্ধার করা কাঠের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।