New Update
/anm-bengali/media/post_banners/dREcuwbfYYARPqRIU1k9.jpg)
হরি ঘোষ,দুর্গাপুরঃ মঙ্গলবার রাত্রি থেকে টানা বৃষ্টিপাতের জেরে কাঁকসার শিবপুরে অজয় নদ ফুঁসছে। অজয় নদের উপর তৈরি হচ্ছে স্থায়ী ব্রিজ। ব্রিজ তৈরিতে ব্যবহৃত জিনিসপত্র এবং একাধিক মেশিন জলের তলায় চলে যায় বৃহস্পতিবার ভোরে। সকাল থেকেই ব্রিজে কাজে ব্যবহৃত জিনিসপত্র সরানোর কাজ চলছিল। ভেসে যায় দুটি নৌকা। অজয় নদের পাড়ে বাড়ছে ভাঙ্গন। যার জেরে দুশ্চিন্তায় অজয় নদীর পার্শ্ববর্তী বিদবিহার এলাকার বাসিন্দারা। বেলা যত বাড়ছে অজয় নদীতে জলের স্তর ততোই বাড়ছে। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ বাঁশের মাচা জলের তলায় চলে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us