New Update
/anm-bengali/media/post_banners/NhgcMJkXADicIe2h7GFr.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: শাবক সহ তিনটি হাতির একটি দল আটকে পড়ল চা বাগানে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাটের পলাশবাড়ি চা বাগানে এই হাতির দলটি আটকে পড়ে। সেখানে হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে জখম হন এক ব্যক্তি। পরবর্তীতে হাতির দলটি পার্শ্ববর্তী কাঁঠালগুড়ি চা বাগানে ঢুকে পড়ে। বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। বনকর্মীরা বেশ কয়েকবার পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলের দিকে ফেরানোর চেষ্টা করে। তবে, চারদিকে মানুষজনের ভিড় এবং চা বাগানে শ্রমিকরা থাকায় বাগানেই হাতির দলটিকে আটকে রেখে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেন বমকর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us