New Update
/anm-bengali/media/post_banners/EbicXujU8S9bT52hdF5Q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বাঘযতীন মোড়ে আজ দুপুর দেড়টা নাগাদ কাজল ভৌমিক নামে এক মহিলা একটি ব্যাগ কর্তব্যরত পুলিশ আশুতোষ বিশ্বাস ও প্রদীপ বারিক- এর হাতে তুলে দেন। ব্যাগটি থেকে দুই পুলিশ অফিসার ১৭ হাজার টাকা ও একটি ব্যাঙ্কের পাশবই উদ্ধার করেন। গড়িয়া স্টেশন রোডে অবস্থিত ব্যাঙ্কে খোঁজ নিয়ে গ্রাহকের আসল পরিচয় জেনে সফলভাবে ব্যাগটি ফিরিয়ে দিতে সক্ষম হয় এই দুটি পুলিশ অফিসার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us