New Update
/anm-bengali/media/post_banners/41eijXE0IekEC8cTfVJc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাল ভোররাত থেকে সারাদিন বৃষ্টি একটানা। যার জেরে জলমগ্ন কলকাতা। এই জল যন্ত্রণা থেকে নাগরিক জীবনকে মুক্তি দিতে কলকাতার বিভিন্ন স্থানে পুরসভার কর্মীদের তৎপর হতে দেখা গেল। কোথাও দেখা গেল জল নামানোর প্রচেষ্টায় পুরসভা কর্মীরা আবার কোথাও দেখা গেল ম্যানহোলের ঢাকনা সরিয়ে জল নামানোর চেষ্টায় পুরসভা কর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us