মুহূর্তকে লুফে, যান বাতাসিয়া লুপে

author-image
Harmeet
New Update
মুহূর্তকে লুফে, যান বাতাসিয়া লুপে



নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোর ভীড়ের মাঝে প্রিয় মানুষটার হাত ধরে বেরতে প্রত্যকের মন চায়। কিন্তু ভাবুন তো এত ভীড়-ভাট্টা নেই, শুধু আপনি আর সে। সঙ্গে থাকবে বাতাসিয়া লুপের হাল্কা বাতাস। রোজ সকালে ঘুম থেকে উঠবেন তার মুখ দেখে ও তার সঙ্গে জানলা খুললেই আপনার আর তার মাঝে উঁকি মারবে শুধু কাঞ্চনজঙ্ঘা। চান না এমন এক সকাল? এমন সকাল পেতে হলে চলে আসতে হবে বাতাসিয়া লুপে। টয় ট্রেন করে শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং এর পথে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ বিখ্যাত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কে দেখার জন্য। এখানের গোর্খা স্মৃতিসৌধ যা গোর্খা সৈনিকদের ঐতিহাসিক যুদ্ধের কথা মনে করিয়ে দেয়।