New Update
/anm-bengali/media/post_banners/QnsxVZpshXMwEXKrxbdH.jpg)
দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ মুকুটমনিপুর জলধার থেকে জল ছাড়া হয়েছে। চিন্তায় ভাঁজ পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের। ইতিমধ্যে বৃষ্টির জলেই কাঁসাই নদী ভরে রয়েছে। মাঠের জল, এলাকার জল নদীতে প্রবেশ করতে পারছে না। তারপর এই জল ছাড়ায় ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হতে পারে গ্রামের পর গ্রাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us