New Update
/anm-bengali/media/post_banners/cAtcGxho3xgW5u4VpAf7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকালের টানা বৃষ্টির কারণে জলমগ্ন ছিল পুরো কলকাতা। বাদ পড়েনি বেহালাও। তবে এখনও পর্যন্ত কিছু জায়গার জল নেমে গেলেও বেহালার জল নামেনি। পুরসভা প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং বলেন," কলকাতার কোনো জায়গায় এখনও পর্যন্ত জল জমে নেই, কিন্তু বেহালা পূর্ব ১২৪ নং ওয়ার্ডে এখনও পর্যন্ত জল জমে আছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us