পথ অবরোধে নির্মাণ শ্রমিকরা

author-image
Harmeet
New Update
পথ অবরোধে নির্মাণ শ্রমিকরা

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: বালি-পাথরের সাথে যুক্ত শ্রমিকদের পথ অবরোধে নাজেহাল যাত্রীরা। বুধবার বালি-পাথর তোলার অনুমতি চেয়ে ফের সরব হয় ট্রাক মালিক ও শ্রমিকরা। আলিপুরদুয়ারের চৌপথি এলাকায় পথ অবরোধ করেন বালি-পাথর ট্রাক মালিক, কল্যাণ সমিতির সদস্য ও নির্মাণ শ্রমিকরা। আলিপুরদুয়ারের চারটি রুট বন্ধ করে দেন তাঁরা। অবিলম্বে বালি-পাথর তোলার অনুমতি চেয়ে শ্লোগান দেন নির্মাণ শ্রমিকরা। এই পথ অবরোধে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে বাস থেকে শুরু করে অন্যান্য যানচলাচলের গাড়ি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ ২ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। এছাড়াও এক এম্বুল্যান্সে থাকা রোগীও আটকে পড়ে। এরপর দীর্ঘ কয়েক ঘন্টা পরে এম্বুল্যান্সের গাড়ি ছাড়া হয়। প্রচুর পথ চলতি যাত্রীরা আটকে পড়ার ফলে দারুণ ভাবে সমস্যায় পড়তে হয়।