ঘূর্ণিঝড় গুলাবের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

author-image
Harmeet
New Update
ঘূর্ণিঝড় গুলাবের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী “গুলাবের” প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকার জেলা গুলিতে। রাতভোর বৃষ্টি হয়েছে। আজ সকালে থেকে সৈকত শহর দীঘা সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কখনও ঝিরিঝিরি আবার কখনও ভারি বৃষ্টি দেখা যাচ্ছে। দীঘায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। কিছু সংখ্যক পর্যটক এলেও তাদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকরা যাতে সমুদ্রে না নামতে পারে তার জন্য দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। অন্যদিকে ইয়াসের ভয়াবহ ছবি এর আগে দেখেছে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। তাই আগে থেকেই মন্দারমনি, জামড়া, শঙ্করপুর সহ যেসমস্ত নীচু জায়গা রয়েছে সেইসমস্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে। মজুত রাখা হয়েছে প্রচুর পরিমাণে শুকনো খাবার ও ত্রিপল। খোলা হয়েছে কন্ট্রোল রুম। দিঘায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামানো হয়েছে এন ডি আর এফ  টিম।