New Update
/anm-bengali/media/post_banners/9LvJ68IryWbD77WhDJUm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোররাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। যার জেরে নাজেহাল কলকাতাবাসি। কলকাতাসহ বাকি দক্ষিনবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন," আশা করছি যা জল জমেছে তা নেমে যাবে। যদি সারাদিন ধরে বৃষ্টি হয় তাহলেও অসুবিধা হবে না। তবে বৃষ্টির পরিমাণ একসঙ্গে অনেকটা হলেও, লকগেট বন্ধ থাকলে জল জমলেও তা ৩-৪ ঘণ্টায় নেমে যাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us